কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের বসকরা গ্রামে প্রতিবন্ধী সুমনের পরিবার বাছুরসহ একটি গাভী ও একটি সেলাই মেশিন দিয়েছে কাজী এনাম ফাউন্ডেশন ও বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা।
বুধবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কাজী এনাম ফাউন্ডেশনের চেয়াম্যান কাজী এনামুল হক প্রতিবন্ধী সুমন, তার মা পারুল বেগম ও ভাগনি আনিকা আক্তারের হাতে গাভী ও সেলাই মেশিন তুলে দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের সাধারন সম্পাদক মিজানুর রহমান, ব্যবসায়ী মোঃ সোহেল, কামাল পাটোয়ারী, সুমন, সাংবাদিক এমদাদ উল্যাহ, সুমনের মামা মানিক মিয়াসহ স্থানীয় ব্যক্তিবর্গ। এরআগে কাজী এনাম ফাউন্ডেশন ও প্রবাসীদের উদ্যোগে সুমনের নতুন ঘর নির্মাণের জন্য ৫০ হাজার টাকা অনুদান দেয়া হয়।