কুমিল্লা
শুক্রবার,৮ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
২৩ অগ্রহায়ণ, ১৪৩০ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লার বুড়িচংয়ে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই মধ্যপাড়া এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৪০), একই ইউনিয়নের মনঘাটা পূর্বপাড়া এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে ফয়সাল হোসেন (৩২), লোয়ারচর গ্রামের আবদুল বারেকের ছেলে সাদ্দাম হোসেন প্রকাশ আরিফ (২১) ও ব্রহ্মণপাড়া উপজেলার নগরপাড় এলাকার মৃত আবিদ আলীর ছেলে মানিক মিয়া (৫০)।

দেবপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর আবু ইউসুফ ফসিউজ্জামান নতুন কুমিল্লাকে জানান, মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই এলাকায় অভিযান চালিয়ে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের ৪ জনকে আটক করা হয়।

এ ঘটনায় বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাদের বুধবার দুুপুরে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে বলে ইন্সপেক্টর আবু ইউসুফ ফসিউজ্জামান জানান।

আরও পড়ুন