কুমিল্লার বরুড়ায় পলাতক মাদক ব্যবসায়ী মো. হাসানের বাসার মালামাল জব্দ করেছে পুলিশ। বিচারধীন মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকায় আদালতের নির্দেশে তার বাসার মালামাল জব্দ করা হয়।
বুধবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বাসার মালামাল জব্দ করে বরুড়া থানা পুলিশ। মাদক ব্যবসায়ী হাসান উপজেলার শাকপুর ইউনিয়নের কাঁছিয়া পুকুরিয়া গ্রামের আবদুস সামাদের ছেলে।
এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ নতুন কুমিল্লাকে বলেন, হাসানের বিরুদ্ধে কুমিল্লার আদালতে একটি মাদক মামলার বিচারকাজ চলছে। ওই মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি থাকলেও দীর্ঘদিন যাবত সে পলাতক রয়েছে। ফলে আদালত অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন।
নির্দেশনা মোতাবেক বুধবার বিকেলে সাড়ে ৩টার দিকে পুলিশ তার বাসা থেকে একটি স্টিলের আলমিরা, একটি ডেসিং টেবিল, একটি সিলিং ফ্যান, একটি সৌর বিদ্যুতের টেবিল ফ্যান জব্দ করা হয় বলে ওসি আজম উদ্দিন মাহমুদ জানান।