কুমিল্লার-৪ দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় ঢাকাস্থ দেবিদ্বার উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে রাজধানীর কাকরাইল আইডিইবি ভবন’র কাউন্সিল হলে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনার শুরুতে চকবাজারে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের স্বরণে এক মিনিট নিরবতা পালন করে শোক প্রকাশ ও নিহতের রুহের মাগফেরাত কামনায় মুনাজাত করা হয়।
সাবেক সচিব মন্ত্রী ও এমপি এবিএম গোলাম মোস্তফার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক এমপি ও মন্ত্রী এফএফ ফখরুল ইসলাম মুন্সি, অতিরিক্ত সচিব একে এম খাইরুল আলম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. গোলাম মাওলা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মঞ্জুরুল আলম খান, সাবেক জেলা রেজিষ্টার হাজী মো, করিম সরকার, উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ এম এ হুমায়ুন মাহমুদ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও সংবর্ধনা কমিটির সাধারণ সম্পাদক আবদুল মান্নান ইলিয়াস’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংবর্ধনা কমিটির আহবায়ক আবুল বাশার ভূঞা।
সংবর্ধনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জয়নুল আবেদীন, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আবদুস সামাদ, উত্তর জেলা যুবলীগের আহবায়ক বাহাউদ্দিন বাহার, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানী , উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম,
ইউপি চেয়ারম্যান কামাল চৌধুরী, প্রভাষক সাইফুল ইসলাম শামীম, চেয়ারম্যান মো. সোহরাব হোসেন, দেবিদ্বার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুবেলসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।