কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা-২০১৯ এর চ্যাম্পিয়ন হয়েছে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ। সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের ভলিবল মাঠে উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে মার্কেটিং বিভাগকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফিন্যান্স। এর আগে দিনের অপর ম্যাচে লোকপ্রশাসন বিভাগকে ২-১ সেটে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে প্রত্নতত্ত্ব বিভাগ।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের জুবায়ের আহমেদ।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মাধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া পরিচালনা কমিটির আহবায়ক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ শামীমুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এবারের আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টে মোট ১৮ টি বিভাগ অংশগ্রহণ করেছে। গত ১২ ফেব্রুয়ারি এই টুর্নামেন্টের পর্দা উঠে।