কুমিল্লা মহানগরীতে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে চলন্ত একটি মিশুক থ্রী হুইলারে অগ্নি কাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় থ্রী হুইলার আরোহী মো.কামাল উদ্দিন আহম্মেদ (রাজা কামাল) থ্রী হুইলার ছেড়ে দৌড়ে প্রাণ বাঁচান। সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পানি উন্নয়ন বোর্ড সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ আওয়ামী ওলামালীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো.কামাল উদ্দিন আহম্মেদ (রাজা কামাল) নতুন কুমিল্লাকে জানান, ৭০ হাজার টাকা দিয়ে শখের বসে মিশুক থ্রী হুইলারটি কিনেন। বিকেলে পানি উন্নয়ন বোর্ড এলাকায় থ্রী হুইলাটি নিয়ে পৌছলে হঠাত সিলিন্ডা বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।
খবর পেয়ে কুমিল্লা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভাতে সক্ষম হয়। তবে আগুন নিয়ন্ত্রনে আনতে পারলেও ততক্ষনে মিশুক থ্রী হুইলারটি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায় বলে তিনি জানান।