কুমিল্লা
শুক্রবার,২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
৭ আশ্বিন, ১৪৩০ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

চান্দিনা হাই স্কুল মার্কেটে আগুন

কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের হাই স্কুল মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টায় থানা রোডের ওই মার্কেটের একটি হার্ডওয়্যার দোকানে ওই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করে।

প্রত্যক্ষদর্শী একই মার্কেটের ব্যবসায়ী মিজানুর রহমান জানান, আবহাওয়া খারাপ থাকায় রাত ৯টার মধ্যে চান্দিনা সরকারি পাইলট হাই স্কুল মার্কেটের অধিকাংশ দোকান-পাট বন্ধ হয়ে যায়। আমরাও বন্ধ কারার প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ মার্কেটে ধোঁয়া দেখে খোঁজ নিয়ে দেখি মার্কেটের তরঙ্গ হার্ডওয়্যারের ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে এবং ভিতরে শব্দ হচ্ছে। তাৎক্ষনিক ভাবে স্থানীয়রা চান্দিনা ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসে ফোন করে। মাত্র ১০ মিনিটের মধ্যেই চান্দিনা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে।

ওই মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি সাবেক পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খান জানান, ফায়ার সার্ভিসের দ্রুত কার্যকরী ভূমিকায় বড় একটি দুর্ঘটনা থেকে রক্ষা পেল ওই মার্কেটের প্রায় শতাধিক দোকান-পাট।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সফিক উদ্দিন মুন্সি জানান, দোকানটিতে প্রায় ২৫-৩০ লাখ টাকার মালামাল ছিল। ক্ষয়-ক্ষতির পরিমাণ এক থেকে দেড় লাখ টাকা হলেও রক্ষা হয়েছে ওই ব্যবসা প্রতিষ্ঠানটি সহ পুরো মার্কেট।

আরও পড়ুন