কুমিল্লা
রবিবার,২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
১২ চৈত্র, ১৪২৯ | ৩ রমজান, ১৪৪৪
শিরোনাম:
কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন কুসিকে মেয়র প্রার্থী রিফাতের নির্বাচন পরিচালনায় ৪১ সদস্যের কমিটি

কুমিল্লায় ৬শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইউপি মেম্বার ধরা!

প্রতীকী ছবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৬০০ ইয়াবা ট্যাবলেটসহ জাকির হোসেন খান (৪৫) নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর হয়েছে। আটক জাকির হোসেন খান ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়ন পরিষদের সদস্য এবং রামচন্দ্রপুর গ্রামের নান্নু মিয়ার ছেলে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মো. শাহজাহান কবির নতুন কুমিল্লাকে জানান, ইউপি সদস্য জাকির হোসেন সোমবার সন্ধ্যায় তার বাড়িতে ইয়াবার আসর বসিয়ে ছিলেন। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাকির হোসেন দৌড়ে পুকুরে ঝাঁপিয়ে পড়েন। পরে পুকুর থেকে তুলে পুলিশ তাঁকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে ৬০০ পিস ইয়াবা ট্যবালেট জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের শেষে মঙ্গলবার আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি সৈয়দ আবু মো. শাহজাহান কবির জানান।

আরও পড়ুন