কুমিল্লার দাউদকান্দিতে ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জাবেদ আহাম্মেদ (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গোমতী সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক জাবেদ কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালির বাজার (আনন্দপুর) গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন নতুন কুমিল্লাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে করে ৪ শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জাবেদ আহাম্মেদকে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের শেষে দুুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।