দৈনিক নয়া দিগন্ত পত্রিকার নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি ও রূূূূপসী বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার সহকারী অধ্যাপক সাংবাদিক সাইফুল ইসলাম শাহীনের পিতা মাস্টার দেলোয়ার হোসেন (৭৪) মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাত ২টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নানিল্লাহি…… রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বাঙ্গড্ডা ইউনিয়নের কাদবা ঈদগাহ মাঠে নামাযের জায়নাযা শেষে কাদবা দীঘিরপাড় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি কর্মজীবনে উপজেলার কাকৈরতলা, বাঙ্গড্ডা ও পরিকোট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন নাঙ্গলকোট প্রেসক্লাবের সাংবাদিক ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।