কুমিল্লার ৪ উপজেলার তিন ইউপিতে উপ-নির্বাচন এবং একটিতে সাধারণ নির্বাচনের শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শেষে চলছে গণনা।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে বিকেল ৪টা পর্যন্ত।
কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম নতুন কুমিল্লাকে জানান, জেলার বরুড়ায় ১১নং গালিমপুর ইউপির সাধারণ নির্বাচন ও তিন ইউপির উপ-নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শেষে হয়। কোথাও কোন ধরণের অপ্রতীকর ঘটনা ঘটেনি।
উল্লেখ্য- বরুড়ার ১১নং গালিমপুর ইউপির সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীসহ তিনজন চেয়ারম্যান প্রার্থী ও নয়জন সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এছাড়া তিতাস উপজেলার জগতপুর, মুরাদনগর উপজেলার পূর্ব ধৈর পশ্চিম এবং দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউপিতে উপ-নির্বাচনে সদস্য পদে ভোট গ্রহণ হয়।
আরও: