কুমিল্লার বুড়িচংয়ে স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর দায়ে সোলামান (২৬) নামে এক বখাটে যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাজিরা বাজার লাকি মার্কেটের সামনে কালাকচুয়া স্কুল ছাত্রী মিনা আক্তারকে যৌন হয়রানীর দায়ে সোলাইমানকে একমাসের দণ্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক জেলা নির্বহী ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান।
স্থানীয় সূত্র জানায়, কাজিমুদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী মিনা আক্তারকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিলো কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালির বাজার কামারবাগ (কমলাপুর) গ্রামের সেলিম মিয়ার ছেলে সোলামান। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালেও ওই ছাত্রীকে উত্যক্ত করায় তাৎক্ষণিক বুড়িচং থানা পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেলা নির্বহী ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তথ্যটি নিশ্চিত করে নতুন কুমিল্লাকে জানান, দণ্ড প্রাপ্ত আসামী সোলামানকে বিকেলে কুমিল্লা কেন্দ্রীয় করাগারে পাঠানো হয়েছে।