কুমিল্লা
শুক্রবার,২২ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
৭ আশ্বিন, ১৪৩০ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

উষসী পরিষদের ৩৭ বছর পূর্তিতে কুমিল্লায় উৎসব

সাংস্কৃতিক সংগঠন কুমিল্লা উষসী পরিষদের ৩৭ বছর পূর্তিতে কুমিল্লায় কবিতা উৎসব, কবিদের জয়গান শির্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

শনিবার (২ মার্চ) কুমিল্লা টাউন হল মিলনায়তনে উষসী পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে কবি, শিল্পী, সাংস্কৃতিক সংগঠকবৃন্দ অংশ নেয়।

সংস্কৃতিক অঙ্গনে অবদানের জন্যে ছয় জনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়, তারা হলেন মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, আবৃািত্তকার রোবেল কুদ্দুস, সংগঠক অধ্যক্ষ এমদাদুল হক পলাশ, সমাজ সেবায় ডা. তৃপ্তিশ চন্দ্র ঘোষ, সঙ্গীতে প্রফেসর সেলিনা রহমান ওপেল, সংগঠক সৈয়দ নুরুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেয় ভারতের শিল্পীবৃন্দ। উষসী পরিষদের ৩৭ বছর উপলক্ষে কবিতা উৎসব ও আনন্দ র‌্যালী ও আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর রুহুল আমীন ভূঁইয়া।

সাবেক এ.আই.জি মালিক খসরু, অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল আহসান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা উষসী পরিষদের সভাপতি মোঃ ইউনুছ, কবিতা উৎসব উদযাপন কমিটির আহবায়ক নারীনেত্রী পাপড়ী বসু, প্রধান সমন্বয়ক রমিজ খান সহ আরো অনেকে।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে কবিতা আবৃত্তি করেন, কবি সৈয়দ আহমাদ তারেক, এহতেশাম হায়দার চৌধুরী, আহম্মেদ কবির, শরিফ আহমেদ অলি, ডা. মল্লিকা বিশ্বাস, খলিলুর রহমান শুভ্র, রতন ভৌমিক প্রনয়, নবিদুল হক তপন, দিপ্র আজাদ কাজল, সুলতানা পারভিন দিপালী, ফেরদৌসি সুলতানা ও মমতা রায়হান মম।

আরও পড়ুন