কুমিল্লা
বৃহস্পতিবার,১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা-মীরপুর এমএগণি সড়কে সন্ধ্যার পরই নৈরাজ্য

ফাইল ছবি

কুমিল্লা-মীরপুর এম.এ.গণি সড়কে যাত্রীদের দুর্ভোগ চরমে। সন্ধ্যা হলেই শুরু হয় সিএনজি চালিত অটোরিকশা চালকদের নৈরাজ্য। যাত্রীদের গুনতে হয় দ্বিগুনেরও বেশি ভাড়া। এছাড়া রোদ বৃষ্টি-ঝড়-তুফান কুয়াশা এ কারনে তো ভাড়া বেড়ে যাওয়া নিত্য দিনের রেওয়াজ। তবে বছরজুড়ে একটা প্রথা চালু করেছেন সিএনজি চালিত অটোরিক্সা চালকরা। তা হলো সন্ধ্যা হলেই ভাড়া বেশি বৃদ্ধি করে ফেলে সিএনজি মালিক ও চালক সমিতির লোকজন।

এসময় ভাড়া বেশি দিয়ে যাত্রীদের চলাচল করতে এক প্রকার বাধ্য করে সিএনজির চালকেরা। সন্ধ্যার পর বিকল্প যানবাহন না থাকায় যাত্রীদের দিতে হয় দ্বিগুন ভাড়া। আর চালকদেও পছন্দমতো ভাড়া না হলে একচুল পরিমান নড়বেন না। প্রয়োজনে রাত গড়িয়ে সকাল হবে তবুও তারা পছন্দসই ভাড়া না হলে বাহনে চাবি স্পর্শ করাবেন না। এ নিয়ে সড়কটি চলাচলরত হাজারো সাধারণ যাত্রীর অভিযোগ থাকলেও বিষয়টির প্রতি কর্ণপাত করেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কুমিল্লা শাসনগাছা সিএনজি স্ট্যান্ডে সরেজমিন ঘুরে দেখা যায় যে, কুমিল্লা-বুড়িচং-ব্রাহ্মনপাড়া-মিরপুর এমএ গনি সড়কে বিকাল ৫টার পর থেকে সিএনজি ভাড়া বাড়িয়ে ফেলে চালকরা। কুমিল্লা থেকে বুড়িচং ভাড়া ২০ টাকার স্থলে ৩০ টাকা থেকে শুরু করে ধাপে ধাপে তা ৫০ টাকা করে নেয়া হয়। কুমিল্লা থেকে ব্রাহ্মনপাড়া ভাড়া ৩০ টাকা স্থলে ৫০ এবং সন্ধ্যার পরে ৮০-৯০ টাকা পর্যন্ত নেয়া হচ্ছে।

এতে করে সিএনজির চালকদের কাছে জিম্মি হয়ে আছে সাধারন যাত্রীরা। বেলা বাড়ার সাথে সাথে সিএনজি ভাড়াও বাড়তে থাকে। কুমিল্লা থেকে বুড়িচংয়ের দুরত্ব হলো মাত্র ১২ কিলোমিটার। আর এই স্থানের মধ্যে সিএনজির চালকরা সিন্ডিকের মাধ্যমেই ভাড়া বৃদ্ধি করে থাকে। তারা সন্ধ্যার পর থেকে ভাড়া বেশি দিতে চাপ প্রয়োগ করেন যাত্রীদের উপর। সিএনজি ব্যাতিত অন্য কোন পরিবহন না থাকায় যাত্রীরা বেশি ভাড়া দিতে বাধ্য হচ্ছে। প্রশাসনের নজরদারী না থাকায় সিএনজির চালকেরা যাত্রীদের উপর বেশি ভাড়া আদায় করছে।

এ সড়কে যাতায়তকারী রফিক নামে এক যাত্রী নতুন কুমিল্লাকে জানান, সন্ধ্যা হলেই ২০টাকার ভাড়া দিতে হয় ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত। বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই ভাড়া দেই। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি হলফ করে বলতে পারি বাংলাদেশে আর কোন সড়কে এত বেশী ভাড়া আদায় করা হয় না,যা শাসনগাছা থেকে বুড়িচং-ব্রাহ্মনপাড়া টু মিরপুর সড়কে দিতে হয়।

সন্ধ্যার পরে শাসনগাছা থেকে তিন কিলোমিটার দূরে পালপাড়া, পাঁচ কিলোমিটার দূরে কালখড়পাড় এবং ছয় কিলোমিটার ভরাসার বাজারে যেতে হলে ৩০ টাকা ভাড়া গুনতে হয় যাত্রীদের।

রাশেদুল ইসলাম নামে এক সরকারি কর্মকর্তা নতুন কুমিল্লাকে জানান, আমি সপ্তাহে ৩/৪ বার বুড়িচং-কুমিল্লা যাওয়া আসা করি, মাগরিবের আজানের পরেই ৫০ টাকা করে ভাড়া নেয়া হয়। শনিবার বিকেলে বুড়িচং থেকে কুমিল্লা ৪০/৫০টাকা। এনজিও কর্মকতা রফিকুল ইসলাম জানান, ৭ টার আগে থেকেই ভাড়া বেড়ে যায়।

এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান নতুন কুমিল্লাকে জানান, ভাড়া বেশি নেয়ার অভিযোগে একাধিকবার অভিযান চালিয়ে চালকদের জরিমানা করেছি। বর্তমানে আবারো অভিযোগ পেয়েছি নিশ্চয়ই যাত্রীদের দূর্ভোগ কমাতে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

সিএনজি চালিত অটোরিকশা চালকদের কাছে অতিরিক্ত ভাড়ার বিষয়ে জানতে একাধিক চালক নতুন কুমিল্লাকে জানান, প্রতিদিনই সন্ধ্যার পর অতিরিক্ত ভাড়া নেয়া হয়। এটাই সিস্টেম। যাত্রীসাধারণ গেলে যাবে; নাইলে অন্য চিন্তা করেন।

আরও পড়ুন