কুমিল্লা
মঙ্গলবার,৩ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ আশ্বিন, ১৪৩০ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

ক্ষমতা নয়’ উন্নয়নের সহযাত্রী হতে প্রার্থী হয়েছি: আবুল কাশেম

আবুল কাশেম ওমানী / ছবি: নতুন কুমিল্লা

ক্ষমতা দেখাতে নয়, রাজনীতি করি মানুষের কল্যাণে। আসন্ন দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্যানেলকে ভোট দিয়ে উন্নয়নের যাত্রাকে অব্যাহত রাখতে আহবান জানান উপজেলা যুবলীগের সভাপতি ও সম্ভব্য উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আবুল কাশেম ওমানী।

তিনি বলেন, দেবিদ্বারকে সমৃদ্ধির অগ্রযাত্রায় এগিয়ে নিতে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন। সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি বন্ধ, ছিনতাই-মাদকমুক্ত দেবিদ্বার গড়ার স্বপ্ন নিয়ে রাজনীতি শুরু করি। বিএনপি-জামায়াতের অন্যায় অত্যাচার, হামলা-মামলা ও লুটপাটের মধ্যেও হাল ছাড়েনি, দমে যায়নি, মানুষের সাথেই থেকেছি। যারা অন্যায়- অত্যাচার করত তারা আজ বিলুপ্ত। গত জাতীয় সংসদ নির্বাচনে মানুষ তাদেরকে নিরব ব্যালট বিপ্লবের মাধ্যমে বয়কট করেছে। এখন সময় এসেছে ঘুরে দাড়াঁবার। কোন অপশক্তির রক্তচুক্ষুকে ভয় পাবেন না।

আবুল কাশেম ওমানী আরও বলেন, বিএনপি-জামায়াত আসলে দেশের সব উন্নয়ন ধ্বংস করে দেবে, খুন-সন্ত্রাস-দুর্নীতি-জঙ্গিবাদের মাধ্যমে দেশকে আবারও অন্ধকারে নিমজ্জিত করবে। তাই দেশের মানুষ আর অন্ধকারের যুগে ফিরে যেতে চায় না, দেবিদ্বারবাসী চায় নৌকায় ভোট দিয়ে আলোর পথেই এগিয়ে যেতে। যদি দেশের উন্নয়নের গতি আরও এগিয়ে নিয়ে যেতে চান, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে একমাত্র নৌকাই দেবে উন্নয়ন, গতিশীলতা আর মানুষের ভাগ্যের পরিবর্তন। নৌকা না থাকলে এসব থাকবে না, সবকিছু ধ্বংস করে দেবে।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি চতর্থ ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৪ মার্চ, মনোনয়নপত্র বাছাই ৬ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ এবং ভোট গ্রহণ ৩১ মার্চ। দেবিদ্বার উপজেলা ছাড়াও এ ধাপে ১৬ জেলার ১২২টি উপজেলায় ভোট গ্রহণ হবে।

আরও পড়ুন