কুমিল্লায় গোমতি নদী থেকে এক যুবতীর (১৮) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) মুরাদনগর উপজেলার কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করে মুরাদনগর থানা পুলিশ।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম নতুন কুমিল্লাকে জানান, গোমতি নদীতে ভেসমান যুবতীর লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেকে) মর্গে প্রেরণ করে।
ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অন্যত্রে তাকে হত্যা করে লাশটি নদীতে ফেলা দেয়। লাশের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে কাটা চিহ্ন রয়েছে বলে ওসি একেএম মনজুর আলম জানান।