নাঙ্গলকোটে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার (৪ মার্চ) ব্যাপক উৎসাহ-উদ্দিপনার মধ্যে দিয়ে জেলা রির্টানিং কর্মকর্তা ও উপজেলা সহকারি রির্টানিং কর্মকর্তা দাউদ হোসেন চৌধুরীর কার্যালয়ে চেয়ারম্যান পদে একজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) দু‘জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে দু‘জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
এরা হলেন, উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, বর্তমান ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভুঁইয়া ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পদে কুলসুম আক্তার।
এ ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাধারণ ও জেলা রির্টানিং কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবীর কার্যালয়ে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক তৌহিদুর রহমান মজুমদার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী নাছরিন আক্তার মুন্নি মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা সহকারি রির্টানিং কর্মকর্তা দাউদ হোসেন চৌধুরী তথ্যটি নিশ্চিত করে নতুন কুমিল্লাকে বলেন, ৬ মার্চ মনোনয়নপত্র বাছাই, ১৩ মার্চ প্রার্থীতা প্রত্যাহার এবং ৩১ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।