বুড়িচংয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার (৪ মার্চ) উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১২ জন।
বুড়িচং উপজেলা নির্বাচন অফিসার আলিফ লায়লা নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন, বুড়িচং উপজেলার পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোঃ আবুল হাশেম খান, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক আখলাক হায়দার।
ভাইস চেয়ারম্যান পদে প্রভাষক মোঃ ইকবাল হোসেন, মতিউর রহমান রুমেল খাঁন, মোঃ বিল্লাল হোসেন, মোঃ আলমগীর হোসেন, মোঃ মতিউর রহমান আলী, মোঃ জসিম উদ্দিন, গোলাম ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাদেরা পারভীন আক্তার, সালমা আক্তার, পান্না আক্তার।