তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে কুমিল্লা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে অনুষ্ঠিত হলো ই-লার্নিং মেলা। সোমবার (৪ মার্চ) সকাল ১০টা থেকে দিনব্যাপী এই মেলায় অংশ নেন ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকরা। ই-লার্নিংয়ের মাধ্যমে পাঠদান জনপ্রিয় করতে উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করা হয়। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া।
ফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া মনে করেন, ই-লার্নিং মডিউল ব্যবহারের মাধ্যমে শ্রেণিকক্ষের শিক্ষণ-শিখন কার্যক্রম সহজ, আনন্দদায়ক ও অংশগ্রহণমূলক হবে। তার মন্তব্য, ‘এর মাধ্যমে ছাত্রছাত্রীরা তথ্যপ্রযুক্তির সঙ্গে পরিচিত হবে যা তাদের আলোকিত আগামী নির্মাণ ও জ্ঞানার্জনের ক্ষেত্রে এক বিশাল দিগন্তের উন্মোচন করবে।’
তিনি আরও বলেন, ‘তথ্যপ্রযুক্তির বিপ্লবের এই সময়ে ই-লার্নিংয়ের বিকল্প নেই। শিক্ষক ও শিক্ষার্থীর যৌথ অংশগ্রহণে ই-লার্নিং পদ্ধতি পরিচালনা করা হয়ে থাকে, ফলে ডিজিটাল কনটেন্ট ব্যবহারের মাধ্যমে ক্লাসরুমের শিক্ষাগ্রহণ কার্যক্রম আরও অংশগ্রহণমূলক ও স্বতস্ফূর্তভাবে সম্পাদিত হয়।’
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ও উচ্চশিক্ষা অধিদফতরের সেসিপ কর্মসূচির আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার মানোন্নয়নে ৬৪০টি বিদ্যালয়ে আইসিটি লার্নিং সেন্টার স্থাপন ও ই-লার্নিং সেন্টার স্থাপন করা হয়েছে। এগুলোর জন্য যুগোপযোগী মডিউল তৈরি করেছে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ইএটিএল (এথিক্স অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড)।