কুমিল্লা
বুধবার,২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
৮ চৈত্র, ১৪২৯ | ২৯ শাবান, ১৪৪৪
শিরোনাম:
কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন কুসিকে মেয়র প্রার্থী রিফাতের নির্বাচন পরিচালনায় ৪১ সদস্যের কমিটি

ইতালিতে পর্তুগাল প্রবাসী সাংবাদিকদের সংবর্ধনা

ইতালির রাজধানীতে পর্তুগাল প্রবাসী সাংবাদিকদের সংবর্ধনা দেয়া হয়েছে। রোমের বাংলা অধ্যুষিত এলাকা তরপিনাতারা রসই রেস্টুরেন্টে ইতালি বাংলা প্রেস ক্লাবের আয়োজনে সংবর্ধনা দেয়া হয় পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রনি মোহাম্মদ, অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জহুর উল হক, প্রচার সম্পাদক মো. রাসেল আহম্মেদ, প্রবাস কথার পর্তুগাল প্রতিনিধি জাহিদ কাওসারকে।

এ সময় রোম সফররত বাংলাদেশ পুলিশের দু’জন ঊর্ধতন কর্মকর্তা, এসপি সিআইডি সৈয়দ জান্নাত আরা, এডিশনাল এসপি মাহামুদা বেগম উপস্থিত ছিলেন। ইতালি বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি হাসানুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু, ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমডি জামান মোক্তার, অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জমির হোসেন, জাতীয় ক্রীড়া সংস্থা ইতালির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, বৃহত্তর ঢাকা যুব পরিষদের সভাপতি মাহে আলম শ্যামল।

এ ছাড়া ইতালি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইকবাল ঢালী, রোম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি পান্নু খান, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির সভাপতি মাফিজুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, গাজীপুর জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম।

বক্তব্য দেন প্রেস ক্লাবের সিনিয়র সদস্য আলম শাহ, সাংগঠনিক সম্পাদক শিমুল রহমান, প্রচার সম্পাদক তারেক হাসান, সাংস্কৃতিক সম্পাদক মনিকা ইসলাম, মহিলা সম্পাদিকা ফাহিমা হোসেন, সদস্য তাহেরুল ইসলাম, আরিফুল হক প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন- মুহিব হাসান, পিন্টু হোসাইন, মিজু আহমেদ, নাদিম মাহামুদ, সাগর আহমেদ, রাসেল আহমেদ। এ সময় বক্তারা ইউরোপব্যাপী অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব এবং ইতালি প্রেস ক্লাবের মধ্যে যে ভ্রাতৃত্ব বন্ধন আছে এই অনুষ্ঠানই প্রমাণ করে। শুধু রোম নয় ইউরোপের প্রতিটি দেশে কমিউনিটি উন্নয়নে প্রবাসী সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আরও পড়ুন