কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হচ্ছেন আ’লীগের তিন প্রার্থী।
এরা হলেন, চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আবদুস সোবহান ভুঁইয়া হাসান, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার ও মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করে বলেন, সোমবার মনোনয়ন দাখিলে শেষ দিনে আ’লীগ সমর্থিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর ছাড়া অন্য কেউ মনোনয়ন পত্র জমা দেয়নি।
তিন প্রার্থীর মনোনয়নপত্র জমাদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা আ’লীগ নেতা জিএম মীর হোসেন, ভ ম আফতাবুল ইসলাম, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক, সুপ্রীমকোর্টের আইনজীবি ড. আবদুল মান্নান ভুঁইয়া, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক হেলাল, উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আ’লীগের নেতৃবৃন্দ।
জানা গেছে, চেয়ারম্যান পদে আবদুস সোবহান ভুঁইয়া হাসান, ভাইস চেয়ারম্যান পদে নুরুল ইসলাম হাজারী ও রাশেদা আখতার ২০০৯ এবং ২০১৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। ২০১৫ সালের শেষের দিকে ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম হাজারীর মৃত্যুবরন করেন।
উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান হন এবিএম এ বাহার। চতুর্থধাপে আগামী ৩১ মার্চ উপজেলা নির্বাচন উপলক্ষ্যে সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আ’লীগ প্যানেলের তিন প্রার্থীই মনোনয়পত্র জমা দেন।