কুমিল্লার হোমনায় বালুবাহী ট্রাক্টর চাপায় ফাহিম (৬) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলার কলাকান্দি গ্রামের নতুন রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম উপজেলার কলাকান্দি গ্রামের মো. সোহেলের ছেলে।
হোমনা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) কাজী নাজমুল হক নতুন কুমিল্লাকে বলেন, সকালে ফাহিম বাড়ি থেকে বেড়িয়ে নতুন রাস্তায় এলে বালুবাহী একটি ট্রাক্টর তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এতে সে গুরুত আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করা হয় বলে তিনি জানান।