কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ পিপিএম, সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন দাস সহ উপজেলার বিভিন্ন অধিদপ্তরের অফিসারদের সাথে মতবিনিময় করেছেন নবগঠিত কুমিল্লা সদর দক্ষিণ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
রবিবার দুপুরে সদর দক্ষিণের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়। সদর দক্ষিণ প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সকলকে অভিনন্দন জানিয়ে সকল প্রকার তথ্য দিয়ে সহযোগিতার আশ্বাস দেন কর্মকর্তাগণ।
এ সময় কুমিল্লা সদর দক্ষিণ প্রেস ক্লাবের নতুন কমিটির সভাপতি দৈনিক রূপসী বাংলার নিজস্ব প্রতিবেদক হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার,সাধারণ সম্পাদক দৈনিক আমাদের কুমিল্লার সদর দক্ষিণ প্রতিনিধি শাহ ফয়সাল কারীম, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক শ্রমিকের ভারপ্রাপ্ত সম্পাদক শাহিন আলম,সাংগঠনিক সম্পাদক দৈনিক ডাক প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক আব্দুল্লাহ আল মামুন মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক আলোকিত বাংলাদেশের প্রতিবেদক মোঃ ফরহাদ হোসেন চৌধুরী,
সহ-সাংগঠনিক সম্পাদক কুমিল্লা প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক মোঃ মোতালেব হোসেন, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক দেশ বিদেশের খবর ২৪ ডট কম মোঃ জহিরুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক দৈনিক বাংলার আলোড়ন ও নতুন কুমিল্লার ডটকম’র সদর দক্ষিণ প্রতিনিধি মাজহারুল ইসলাম বাপ্পি উপস্থিত ছিলেন।