কুমিল্লা
বৃহস্পতিবার,৩০ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৫ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৫ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় চেক জালিয়াতি মামলায় খন্দকার আবু গ্রেফতার

প্রতীকী ছবি

কুমিল্লা মহানগরীর শাকতলা এলাকা থেকে মো: খন্দকার আবু আহম্মেদ (৫০) নামে এক ব্যক্তি ১০ লাখ টাকার চেক জালিয়াতি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ইপিজেড ফাঁড়ি পুলিশ।

ইপিজেড ফাঁড়ির ইনচার্জ আজিজ আহমেদ নতুন কুমিল্লাকে জানান, দক্ষিণ চর্থা এলাকার আলী আকবরের ছেলে হাবিবুর রহমানের কাছ থেকে বিভিন্ন সময়ে ১০ লাখ টাকা ধার নেয়। এ টাকা ফেরৎ দিকে বিভিন্ন বাহানা ধরে সে। এ ঘটনায় গত বছর ৩০ আগষ্ট ১০ লাখ টাকার ইসলামী ব্যাংকের একটি চেক প্রদান করেন। একাউন্টে টাকা না থাকায় চেকটি ডিজঅনার করা হয়।

এ ঘটনায় গত বছর ১ অক্টোবর খন্দকার আবু আহম্মেদকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। ওই নোটিশে তিনি কোন জবাব দেননি।পরবর্তী হাবিবুর রহমান বাদী হয়ে ১২ নভেম্বর ২০১৮ইং তারিখ কুমিল্লা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১নং আমলী আদালতে মামলা দায়ের করেন। ওই মামলার দুইটি হাজিরায় খন্দকার আবু আহম্মেদ অনুপস্থিত থাকায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে।

মঙ্গলবার দুপুরে তার নিজ বাড়ি নগরীর শাকতলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে ইনচার্জ আজিজ জানান।

আরও পড়ুন