কুমিল্লা
শনিবার,২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লার ইব্রাহিমের স্বপ্ন; ছোট দোকান-ই দূর হবে পরিবারের অভাব

ইব্রাহিম / ফাইল ছবি

গল্পটি ২০১৭ সালের। ১ মেয়ে, ১ ছেলে, মা ও স্ত্রী নিয়ে গোছানো ছোট্ট সুখের সংসার ইব্রাহিমের। ঘরকন্নার কাজ ভালোভাবেই করেন স্ত্রী। আর ইব্রাহিম (৩০) রং এর দোকানে কাজ করেন। এতে প্রতি মাসে তার হাতে আসে ৬ থেকে ৮ হাজার টাকা। তা দিয়ে পাঁচ জনের এই সংসারে সুখেই দিন কেটে যাচ্ছিল। বড় মেয়ে জান্নাত (৯) চতুর্থ শ্রেনীতে মুরাদনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরে । আর ছোট ছেলে আরাফাত (৫) বিদ্যালয়ে পাঠাবে ২০১৯ সালের প্রথম দিকে।

ইব্রাহিমের স্বপ্ন, তার মেয়ের লেখা পড়া শেষে ভালো পাত্র দেখে বিয়ে দিবে আর ছেলে লেখা পড়া শেষে চাকুরী করে সংসারের হাল ধরবে। মানুষের মত মানুষ হবে। ছেলে, মেয়েকে নিয়ে গর্বের কোনো শেষ নেই ইব্রাহিমের।

গল্পটা এভাবেই এগোতে পারতো। কিন্তু ২০১৮ সালের মার্চ মাসে এসে ঘটে এক বিরাট ছন্দপতন। হঠাৎ রোড এক্সিডেন্টের কারণে ইব্রাহিমের ডান পা কেটে ফেলে দিতে হয়। সুখের সংসারে যেন দুঃখের কালো ছায়ায় মুষড়ে পড়লো কুমিল্লার মুরাদনগর সদর এলাকায় বসবাসরত এ পরিবারটি। সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি অসুস্থ হওয়ায় চরম দুরাবস্থার মুখে পড়ে পরিবারটি।

এক্সিডেন্টের পর তাকে সুস্থ্য করতে খরচ হয়েছে প্রায় ৮ লক্ষ টাকা। নিজের ভিটে মাটি একটু ছিলো সেটি বিক্রয় করে পেয়েছেন ৮০ হাজার টাকা আর বাকি টাকা দোকানের মালিক ও দোকান মালিকের আত্মিয় স্বজনরা জোগার করে তার চিকিৎসা শেষ করে।

ইব্রাহিম সুস্থ্য হয়েছে ঠিক কিন্তু বর্তমানে তার একটি পা না থাকার কারণে ভারি কোন কাজ করতে পারছে না। টাকার অভাবে বন্ধ হয়ে গেছে ছেলে, মেয়ের লেখাপড়া। প্রথম দিকে আত্মিয় স্বজনরা সহযোগীতা করলেও বর্তমানে সেটিও আর মিলছে না। তাই অন্যের বাসায় কাজ করে দু’মুঠো খাবার জোগাতে হিমসিম খাচ্ছে মা ও স্ত্রীর।

ইব্রাহিম নতুন কুমিল্লাকে বলেন, অসুস্থ্য হবার পর থেকে আমার কোন ইনকাম না থাকায় দুই সন্তানের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। আমার মা আর স্ত্রী অন্যের বাড়ী কাজ করে যে টাকা পায় তা দিয়ে সংসার চালাতেই হিমসিম খেতে হয়। সন্তানের লেখাপড়াতো অনেক দুরের কথা। অন্যের কাছে হাত পেতে সহযোগীতা নিয়ে তো আর সারা জীবন পাড় কারা যায় না। আমার খুব ইচ্ছে সামাজের বৃত্তবানরা যদি একটু সহযোগীতার হাত বাড়িয়ে মুরাদনগর সদরে আমাকে একটি ছোট দোকানের ব্যবস্থা করে দিতো তাহলে হয়তো আবার আমার সন্তানরা স্কুলে যেতে পারতো।

মা ও স্ত্রীকে হয়তো আর অন্যের বাড়ীতে কাজ করতে হবে না। গত কয়েক মাসে ধরে অনেক চেষ্টা করেছি মুরাদনগর বাজারে রাস্তার পাশে একটি ছোট্ট পান দোকান নিয়ে বসতে, কিন্তু সেখানেও সম্ভব হয়নি। যেখানেই পান দোকান নিয়ে বসতে যাই সেখানেই বাধা আসে।

সমাজের বিত্তবানরা পরিবারটিকে আর্থিক সাহায্য করতে চাইলে পাঠানো যাবে নিম্নোক্ত উপায়ে
বিকাশ নম্বর: ০১৯৪৩৭০৯২২৫

আরও পড়ুন