আনন্দ টেলিভিশনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লার দাউদকান্দিতে আনন্দঘন পরিবেশে কেক কাটা,বর্ণাঢ্য রালী ও মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১২ মার্চ) সকালে দাউদকান্দি উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম। বিশেষ অতিথি ছিলেন, দাউদকান্দি মডেল থানার ইন্সপেক্টর ( তদন্ত) মোঃ হারুনুর রশিদ, দাউদকান্দি উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ইঞ্জি. আব্দুস ছালাম চেয়ারম্যান, দাউদকান্দি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক নুরুল গনি, কুমিল্লা টিভির সম্পাদক ওমর ফারুক মিয়াজী, দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী,
সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, নিসচা’র কেন্দ্রীয় কমিটির সদস্য লিটন সরকার বাদল, প্রথম আলোর স্টাফ রিপোর্টার আবু মূসা, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম নয়ন, জয়যাত্রা টিভির প্রতিনিধি শরীফ প্রধান, সাংবাদিক শাহীন আহমেদ চৌধুরী, ভয়েজার স্কুলের প্রিন্সিপাল মোঃ সুমন সরকার প্রমূখ।
এতে স্বাগত বক্তব্য রাখেন আনন্দ টিভির দাউদকান্দি প্রতিনিধি সোহেল আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে দাউদকান্দিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।