কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল করেছেন কুমিল্লায় সাংবাদিকদের বৃহৎ সংগঠন কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)। বুধবার (১৩ মার্চ) বিকাল চারটায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাদেক হোসেন মামুনের সভাপতিত্বে রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, সুমন কবির ভূইয়া, সাইফুল ইসলাম সুমন ও পাঠাগার সম্পাদক আনোয়ার হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে জগন্নাথপুর সৈয়দ শাহ করম আলী মসজিদের খতিব এবং কুমিল্লা আলিয়া মাদ্রাসার আরবী শিক্ষক মাওলানা আমিনুল ইসলাম আকবরী দোয়া পড়েন।
এসময় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এবং কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সকলে দোয়া প্রার্থনা করেন।
এসময় সহ-সভাপতি ওমর ফারুকী তাপস, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, কোষাধ্যাক্ষ আজিজুল হক, কার্যনির্বাহী কমিটির সদস্য এম সাদেক, কার্যনির্বাহী সদস্য হাবীব জালাল, জানে আলম মজুমদার দুলাল, সদস্য জামাল উদ্দিন দামাল, মনির হোসেন, রফিকুল ইসলাম, আরিফ আজগর, হালিম সৈকত, আরএন রানা, কুমিল্লা মহানগর রেন্ট-এ- কার সমিতির সভাপতি আব্দুর রব বাচ্চু, সাধারণ সম্পাদক জসীম চৌধুরীসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।