কুমিল্লার নাঙ্গলকোটে সদরে এক ভুয়া চক্ষু চিকিৎসক, দু’হাসপাতাল ও দু’টি খাবার হোটেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (১৮ মার্চ) উপজেলা সদরের এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সোহেল রানা।
নির্বাহী ম্যাজিস্টেট সোহেল রানা নতুন কুমিল্লাকে জানান, নানা অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিসমিাল্লাহ ফার্মেসির মালিক ভুয়া চক্ষু চিকিৎসক মুন্নাকে ৫ হাজার টাকা, জেনারেল হাসপাতালকে ৩ হাজার টাকা, মা-মনি ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা, তানিয়া খাবার হোটেলকে ৩ হাজার টাকা ও সুজন খাবার হোটেলকে ৩ হাজার টাকাসহ মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।