দৈনিক আমাদের কুমিল্লার জেনারেল ম্যানেজার মোশাররফ হোসেন আর নেই। মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সোয় ৭টার দিকে কুমিল্লা মহানগরীর টমছমব্রিজ এলাকার ডি এইচ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।
তিনি গত তিন দশক ধরে সাপ্তাহিক কুমিল্লার বার্তা, দৈনিক রূপসী বাংলা এবং সর্বশেষ দৈনিক আমাদের কুমিল্লায় জেনারেল ম্যানেজার হিসেবে সততার সঙ্গে কাজ করে গেছেন। আজ মঙ্গলবার বাদ আছর নগরীর পশ্চিম বাগিচাগাঁও জামে সমজিদে (সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন) তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
জানাযায় উপস্থিত থাকার জন্য পরিবারে পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ করা হয়েছে।
এদিকে জেনারেল ম্যানেজার মোশাররফ হোসেনের মৃত্যুতে কুমিল্লার পাঠক প্রিয় নিউজ পোর্টাল ‘নতুন কুমিল্লা’র সম্পাদকসহ পরিবারের সকলের পক্ষ থেকে গভীর প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।