কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু’র তৃতীয় মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি) মহড়া কক্ষে বুধবার (২০ মার্চ) মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজিত হয়েছে।
সভাপতি রিপন চৌধুরী আপন এর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহা।
সাধারণ সম্পাদক নূর হোসাইন রাজীব এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর বিজয় কৃষ্ণ রায়, ভিসিটি’র শিক্ষক উপদেষ্টা নিলুফার সুলতানা, মোঃ কবির উদ্দিন আহমেদ, ভিসিটি’র সাবেক সভাপতি ও বর্তমান ছাত্র উপদেষ্টা মোঃ আল আমিন, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ছাত্র উপদেষ্টা ফারহানা আহমেদ, প্রতিবিম্ব থিয়েটারের নাট্যকর্মী আশিক শিশির, ভিসিটি’র সহ-সভাপতি সোহাগ শান্তনূর ।
দোয়া মাহফিল পরিচালনা করেন ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুহাম্মাদ মারুফ বিল্লাহ।