কুমিল্লার নাঙ্গলকোটে বিশেষ অভিযান চালিয়ে একশত এক পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন, উপজেলার পেরিয়া ইউপির দৌলতপুর গ্রামের তাজুল ইসলামের স্ত্রী আলীয়া বেগম ও পৌর এলাকার ইদ্রিস মিয়ার ছেলে ইউনুছ।
বুধবার (২০ মার্চ) দুপুরে তাদের দু’জনকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহম্মদ নতুন কুমিল্লাকে জানান, বুধবার ভোরে উপজেলার দৌলতপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আলীয়া বেগমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একশত এক পিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
অপরদিকে পৌর এলাকার ইদ্রিস মিয়ার ছেলে ইউনুছকে তার নিজ বাড়ী থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নাঙ্গলকোট থানায় দু’টি মামলা রয়েছে। দু’জনকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।