কুমিল্লা
শুক্রবার,১ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৬ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৬ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কর্মশালায় কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান:

‘ক্লাশে ছাত্র-ছাত্রীদের সঠিক পদ্ধতিতে ইংরেজি পড়াবেন’

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. রুহুল আমিন ভূইয়া বলেছেন, ক্লাশে ছাত্র-ছাত্রীদের সঠিক পদ্ধতিতে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে ইংরেজি পড়াবেন। আর ক্লাশে ঠিকভাবে ইংরেজি পড়ানোর পরও কেন এ বিষয়টিতে ফেল করে তা উদঘাটন করতে হবে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের আয়োজনে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইংরেজি শিক্ষার গুণগতমান উন্নয়ন শীর্ষক কর্মশালার প্রথমদিন শিক্ষাবোর্ড মিলনায়তনে রোববার (২৪ মার্চ) সকালে প্রধান অতিথির বক্তব্যে বোর্ড চেয়ারম্যান এসব কথা বলেন।

কুমিল্লা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক জহিরুল ইসলাম পাটোয়ারির সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান।

শিক্ষাক্ষেত্রে সরকারের বিভিন্ন সফলতার দিক তুলে করে প্রফেসর রুহুল আমিন ভূইয়া বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষাবান্ধব সরকার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন এবং তা ক্রমান্বয়ে বাস্তবায়ন করে যাচ্ছেন।

কর্মশালায় অংশ নেয়া বিভিন্ন কলেজের ই্ংরেজি শিক্ষকদের উদ্দেশ্যে বোর্ড চেয়ারম্যান বলেন, আমাদের ছাত্রী-ছাত্রীদের একটি বড় অংশই বলা যায়, যারা ইংরেজিতে দুর্বল। এক্ষেত্রে ইংরেজি শিক্ষকদের দায়িত্ব হচ্ছে এবিষয়টিতে পিছিয়ে থাকা ছাত্র-ছাত্রীদের বিশেষ গাইড দিয়ে এগিয়ে আনা।

কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-কলেজ পরিদর্শক বিজন কুমার চক্রবর্তীর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজের ইংরেজি বিষয়ের সহযোগী অধ্যাপক হাসনাত মাহাবুব, কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেহানা পারভীন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপাক জুবাইদা নুর খান, কুমিল্লা বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সহকারি অধ্যাপক গোলাম মুস্তফা। উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ড কর্মচারি সমিতির সভাপতি আবদুল খালেক প্রমুখ।

কর্মশালায় ইংরেজি শিক্ষার গুণগত মান উন্নয়ন নিয়ে অতিথিদের বক্তব্যের পর বিশেষ সেশন অনুষ্ঠিত হয়। এতে ইংরেজি শিক্ষায় প্রতিবন্ধকতা এবং উত্তরণে দক্ষতা অর্জনের জন্য শিক্ষকদের পাঠদান কৌশল এবং শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়। কর্মশালায় নোয়াখালী, ফেনি, চাঁদপুর, লহ্মীপুর জেলার বিভিন্ন কলেজের প্রায় দুইশো ইংরেজি বিষয়ের শিক্ষক অংশ নেন।

আরও পড়ুন