কুমিল্লা
শুক্রবার,৮ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
২৩ অগ্রহায়ণ, ১৪৩০ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

রাজগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে এমপি বাহার

কুমিল্লা নগরীর সবচেয়ে বড় দৈনিক বাজার রাজগঞ্জে আগুনে পুড়ে গেছে ৪০টির ও বেশী দোকান। এতে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার গভীর রাতে এ আগুন লাগার ঘটনা ঘটে।

কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ালেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। রবিবার (২৪ মার্চ) এমপি বাহার ক্ষতিগ্রস্থ এলাকা রাজগঞ্জ বাজার পরিদর্শন করে আগুনে পুড়ে যাওয়া দোকান ঘর দ্রুত নির্মানের নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, অতিরিক্তি পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন, ওসি আবদুস সালাম, কাউন্সিলন হাবিবুস আল আমীন সাদি ও বাজার ব্যবসায়ি নেতৃবৃন্দ।

ঘটনাস্থল পরিদর্শন করে কুমিল্লা জেলা প্রশাসক ও মেয়রকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। এমপি বাহার ব্যবসায়িদের বলেন দোকান ঘর তৈরির পর ব্যবসায়িদের সহযোগিতা করা হবে।

শনিবার রাতে আগুন লাগার পর আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। কুমিল্লা দমকল বাহিনীর সিনিয়র সহকারী স্টেশন ম্যানেজার আলমগীর হোসেন জানান, রাত পৌনে তিনটায় আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে আসেন, কুমিল্লা, চান্দিনা, সদর দক্ষিন ও ইপিজেডের দমকল স্টেশন থেকে ৬টি ইউনিট। তিন ঘন্টা চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রনে আসে। আগুনে বাজারের কসমেটিক, মনোহারী ও ডিমসহ বিভিন্ন পণ্যের চল্লিশটিরও বেশী পাইকারী দোকান পুড়ে যায়।

এছাড়াও অনেক দোকানের ক্যাশে থাকা নগদ টাকা পুড়ে যায়। এতে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাৎক্ষনিকভাবে ব্যাবসায়ীরা দাবী করেছেন। গত দুই দিন ব্যাংক বন্ধ থাকার কারনে ব্যাবসায়ীরা তাদের পণ্যের বিক্রির টাকা দোকানের ক্যাশে রেখেছিলেন।

আরও পড়ুন