কুমিল্লা
শুক্রবার,১ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৬ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৬ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

অনিয়মের দায়ে প্যানেল চেয়ারম্যানসহ তিন মেম্বারের বিরুদ্ধে মামলা

ফাইল ছবি

ভিজিডি’র চাল বিতরণে বৈষম্যসহ বিভিন্ন প্রকল্পে অনিয়মের প্রতিবাদ করায় লাঞ্ছিতের অভিযোগ এনে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানসহ ৩ মেম্বারের বিরুদ্ধে থানায় মামলা করলেন চেয়ারম্যান। ঘটনাটি ঘটেছে, শনিবার দুপুরে কুমিল্লার নবগঠিত লালমাই উপজেলার (সাবেক লাকসাম) ৫নং পেরুল উত্তর ইউনিয়নে। রোববার (২৪ মার্চ) সদর দক্ষিণ ও লালমাই উপজেলা চেয়ারম্যানদ্বয়ের মধ্যস্থতায় এক সালিশ বৈঠকে বিষয়টি মিমাংশা করা হয়।

জানা গেছে, নবগঠিত লালমাই উপজেলার ৫নং পেরুল উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাশারের বিরুদ্ধে ভিজিডি’র চাল বিতরণে বৈষম্য, হাটবাজারে ভোক্তা অধিকার সংরক্ষনে মোবাইল কোর্ট আইন বিষয়ে সচেতনতামূলক সাইবোর্ড প্রকল্প, আরসিসি পাইপ প্রকল্প, ইউনিয়ন পরিষদের মাঠ ভরাট, মাতাইনকোট-মুন্সিবাড়ি রাস্তায় কালভার্ট নির্মাণসহ বিভিন্ন প্রকল্পে অনিয়মের প্রতিবাদ করায় চেয়ারম্যানের সাথে মেম্বারদের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে চেয়ারম্যান মেম্বারদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

এর আগে গত বুধবার চাল বিতরণে বৈষম্যের প্রতিবাদ করলে ৭নং ওয়ার্ড সদস্য মাহবুব আলম মিলনকে শারিরীকভাবে লাঞ্ছিত করেন ওই চেয়ারম্যান। পরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট বিভিন্ন প্রকল্পে চেয়ারম্যানের অনিয়ম ও মেম্বারকে লাঞ্ছিতের বিচার দাবি জানান অন্যান্য সদস্যরা।

এদিকে, প্রতিবাদী মেম্বারদের বিবাদী করে চেয়ারম্যান আবুল বাশার সদর দক্ষিণ থানায় একটি মামলা (নং ১৪, তাং ২৪/৩/২০১৯) দায়ের করেন। মামলায় প্যানেল চেয়ারম্যান এনায়েতুল্লাহ, মেম্বার মাহবুব আলম মিলন, সহিদুর রহমানকে আসামী করা হয়।

এ ঘটনার প্রেক্ষিতে রোববার লালমাই উপজেলা পরিষদে সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সরওয়ার, লালমাই উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক বি.কম, ইউনিয়ন চেয়ারম্যান সমিতির সভাপতি ও ভোলাইন উত্তর ইউপি চেয়ারম্যান আবদুর রহিম, ভোলাইন দক্ষিণ ইউপির একরামুল হক ও বাকই উত্তর ইউপির আইয়ুব আলীর উপস্থিতিতে সালিশ বৈঠকে চেয়ারম্যান ও সদস্যদের মধ্যকার বিবাদ মিমাংশা করা হয়।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আবুল বাশার জানান, ইউপি সদস্যরা আমাকে লাঞ্ছিত করায় আমি থানায় মামলা দায়ের করেছি।

এ বিষয়ে লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যানের আবদুল মালেক বি.কম নতুন কুমিল্লাকে জানান, চেয়ারম্যান ও মেম্বারদের মধ্যে সমন্বয়হীনতার কারণে এ ঘটনা ঘটেছে। তবে কিছু কিছু কাজে অনিয়মেরও সত্যতা পাওয়া গেছে। উভয়পক্ষের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংশা করা হয়েছে।

আরও পড়ুন