কুমিল্লা
শনিবার,২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ; ১০ দোকান ভাংচুর

কুমিল্লার নাঙ্গলকোটে দফায় দফায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১০টি দোকান ঘর ও একটি বাড়ীর টিনের আরি বেড়া ভাংচুর করে লুটপাটের অভিযোগ উঠেছে। রবিবার (২৪ মার্চ) উপজেলার আদ্রা দক্ষিণ ইউপি আটিয়াবাড়ী গ্রামের উত্তর পাড়া বাচ্চু মার্কেটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গত ২২ মার্চ (শুক্ররবার) রাতে আটিয়াবাড়ী গ্রামের দক্ষিণ পাড়ায় ২৬ ইঞ্চি হুজুরকে প্রধান অতিথি করে একটি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওই দিন স্থানীয় লোকজন হুজুর দেখাকে কেন্দ্র করে চাটিতলা ও আটিয়াবাড়ী গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে চাটিতলা গ্রামের ৪-৫ জন গুরুতর আহত হয়।

এর জের ধরে রবিবার দুপুরে চাটিতলা গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-স্বস্ত্র নিয়ে আটিয়াবাড়ী গ্রামের মোস্তফার ছেলে বাবুল মিয়ার চা দোকান ঘর, মৃত মনসুর মিয়ার ছেলে সোলতান আহাম্মদের চা, মুদি ও সেলুন দোকান ঘর, মজিবুল হকের ছেলে মনিরের চা দোকান ঘর, আবুল কাশেমের ছেলে ইমান হোসেনের চা দোকান ঘর, আহসান উল্লাহর ছেলে ই¯্রাফিল (বাকপ্রতিবন্ধী) টেইলারিং ও মনোহারি দোকান ঘর, মৃত আবুল কাশেমের স্ত্রী বিধবা ফাতেমার রিকশা গ্যারেজ ভাংচুর করে লুটপাট করে।

পরে এ ঘটনার খবর পেয়ে আটিয়াবাড়ী গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-স্বস্ত্র নিয়ে চাটিতলা গ্রামের শাহআলমের ছেলে রাসেলের মুদি দোকান ঘর ভাংচুর করে লুটপাট করে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

এ বিষয়ে বিধবা ফাতেমা বেগম সাংবাদিকদের জানান, গত ৫ মাস পূর্বে এই দোকানটি রেখে তার স্বামী মারা যায়। দোকানটি ভাড়া দিয়ে তার সংসার চলে। চাটিতলা গ্রামের লোকজন দোকানটি এলোপাতাড়ি কুপিয়ে ভাংচুর করে।

চাটিতলা গ্রামের শাহআলমের ছেলে রাসেল বলেন, আটিয়াবাড়ী গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-স্বস্ত্র নিয়ে তার দোকান ভাংচুর করে। এ সময় দোকানে থাকা একটি এলইডি টিভি সহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যায়। এতে তার প্রায় ১ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়।

এ বিষেেয় নাঙ্গলকোটে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম নতুন কুমিল্লাকে জানান, ঘটনাটি শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন