কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার পরিবার ও ভাড়াটে সন্ত্রাসী কর্তৃক কলেজ ছাত্র আরিফ হত্যা মামলার চার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন; উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ গ্রামের শফিকুর রহমানের স্ত্রী রওশানা বেগম বুলু, মেয়ে নুরনাহার আক্তার লিমা, মৃত আবদুল করিমের ছেলে সাইফুল ইসলাম ও তার স্ত্রী ইলিমা।
সোমবার (২৫ মার্চ) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার নতুন কুমিল্লাকে জানান, কলেজ ছাত্র আরিফ হত্যা মামলার চার আসামীকে রবিবার রাতে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের প্রেম-সংক্রান্ত বিরোধে আরিফ হোসেন (২১) নামের এক কলেজছাত্রকে পিটিয়ে আহত করে প্রেমিকার পরিবার ও ভাড়াটে সন্ত্রাসীরা। একই গ্রামের আবদুল কাদের খোকনের ছেলে ও মুন্সিরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র। ১১ ফেব্রুয়ারি সোমবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে আরিফের মৃত্যু হয়।