কুমিল্লা
শনিবার,৩ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
২০ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১৩ জিলকদ, ১৪৪৪
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় ইউনির্ভাসাল গ্যাস প্লান্টে বিভিন্ন কোম্পানীর রিফিল: আটক ৩

উদ্ধার হওয়া বিভিন্ন কোম্পানীর সিলিন্ডার / ছবি: নতুন কুমিল্লা

কুমিল্লার চৌদ্দগ্রামে ইউনিভার্সাল এলপিজি গ্যাস রিফিল প্লান্টে বিভিন্ন কোম্পানীর সিলিন্ডারে অবৈধ গ্যাস রিফিলের(অবৈধ ক্রস ফিলিং) অভিযোগে প্লান্টের ম্যানেজারসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় অন্য ছয় কোম্পানীর ৩৬টি সিলিন্ডার উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন; প্লান্ট ম্যানেজার ফেনী সদর উপজেলার ফলেরসব গ্রামের মৃত নিজাম উদ্দিন ছেলে মোর্শেদ উদ্দিন, একাউন্টস্ অফিসার নোয়াখালী সদরের সুজাপুর গ্রামের মৃত আবদুজ জাহেরের ছেলে আবদুল আউয়াল ও ইঞ্জিনিয়ার টাঙ্গাইলের মির্জাপুর থানার গবড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে শামীম মিয়া।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় নতুন কুমিল্লাকে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক তদন্ত শুভ রঞ্জন চাকমা।

জানা গেছে, এলপিজি আইন অনুযায়ী এক কোম্পানীর সিলিন্ডার অন্য কোম্পানীর প্লান্টে গ্যাস ভর্তি করার নিয়ম নেই। কিন্তু দীর্ঘদিন ধরে ইউনিভার্সাল এলপিজি গ্যাস রিফিল প্লান্টে ‘ইউনিভার্সাল সিলিন্ডার’-এ গ্যাস ভর্তির পাশাপাশি অন্য কোম্পানীর সিলিন্ডারে গ্যাস ভতিকরে আসছে। বিভিন্ন কোম্পানীর পক্ষ থেকে অভিযোগ করলেও এতে তারা কর্ণপাত করেনি।

গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের সিনিয়র এএসপি আমিনুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ ও চৌদ্দগ্রাম থানা পুলিশের যৌথ অভিযানে বৃহস্পতিবার বিকেলে ইউনিভার্সাল প্লান্টে অভিযান চালায়। অভিযানকালে অন্য কোম্পানীর সিলিন্ডারে গ্যাস ভর্তির অভিযোগে তিনজনকে আটক করা হয়।

এ সময় টিকে কোম্পানীর এলপিজি সিলিন্ডার ১১টি, বিন হাবিব কোম্পানীর এলপিজি সিলিন্ডার ৬টি, সুপার কোম্পানীর এলপিজি সিলিন্ডার ৭টি, পদ্মা কোম্পানীর এলপিজি সিলিন্ডার ৭টি, নেওয়াজ কোম্পানীর এলপিজি সিলিন্ডার ৪টি ও বিপিসি কোম্পানীর এলপিজি সিলিন্ডার ১টিসহ মোট ৩৬টি সিলিন্ডার জব্দ করা হয়।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার পরিদর্শক তদন্ত শুভ রঞ্জন চাকমা নতুন কুমিল্লাকে জানান, আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আরও পড়ুন