কুমিল্লা পাঠশালা কলেজের এইচএসসি-২০১৯ সালের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই মিলাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা পাঠশালা কলেজ অধ্যক্ষ মোহাম্মদ মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর খালিদা আক্তার। শিক্ষার্থীদের বিদায়ী এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিমসার জুনাব আলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মামুন মিয়া মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনুয়াখলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামীম হায়দার, নিমসার জুনাব আলী বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মো আলমগীর হোসেন, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ প্রভাষক কাজী মো বেলায়েত উল্লাহ, কুমিল্লা পাঠশালা কলেজ উপাধ্যক্ষ মো সাইফুল ইসলাম, কলেজ সেক্রেটারী মো অলিউল্লাহ রিপন প্রমুখ।