কুমিল্লার চৌদ্দগ্রামে জায়গা দখল করতে বাধা দেয়ায় সন্ত্রাসী হামলায় নারীসহ তিনজন আহত হয়েছেন। শনিবার (৩০ মার্চ) সকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের বুদ্দিন গ্রামে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সুত্রে প্রাপ্ত অভিযোগে জানা গেছে, শনিবার সকালে বুদ্দিন গ্রামের শাহজাহান ভুঁইয়ার জায়গা দখল করতে যায় পাশ্ববর্তী ইসমাইল হোসেন শাহিন, নুরুল আমিন, মোহাম্মদ আলী, তুতিল ও ফারুক আহম্মদের নেতৃত্বে আটজন। এতে বাধা দিলে তাঁরা শাহজাহান ভুঁইয়াকে রড় দিয়ে পিটিয়ে মাটিতে ফেলে দেয়। তাকে ছাড়াতে স্ত্রী মনোয়ারা বেগম ও মেয়ে আইসিএবি’র ছাত্রী মুরশিদা আক্তার রুমা এগিয়ে গেলে তাদেরকেও মারধর করা হয়।
হামলাকারীরা রুমাকে ধারালো চুরি ও রড দিয়ে মাথায় গুরুতর জখম করে। পরে তুতিল ও ফারুক অস্ত্র দেখিয়ে বাড়িঘর ছেড়ে দিতে হুমকি দেয়। এলাকার লোকজন আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরআগে গত ২০ ফেব্রুয়ারি বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেটের আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়। গত ৬ মার্চ তারা কোন প্রকার মারামারি বা শান্তি ভঙ্গ করবেনা মর্মে আদালতে অঙ্গীকার করে।
ইসমাইল হোসেন শাহিন নিজেকে কনকাপৈত ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক পরিচয় দিয়ে নতুন কুমিল্লাকে বলেন, ‘মারধরের কোন ঘটনাই ঘটেনি’।