কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ফেন্সিডিল ও স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে বিজিবি। শনিবার (৩০মার্চ) উপজেলার বিবির বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, আদর্শ সদর উপজেলার গাজীপুর গ্রামের মোঃ কোরবান আলীর ছেলে মোঃ আব্দুর রহিম (২৫) ও অরণ্যপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ আল আমিন (২২)।
কুমিল্লা ১০ বিজিবির সহকারী পরিচালক মোঃ মাছেদুল ইসলাম খাঁন নতুন কুমিল্লাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিবির বাজার গোলাবাড়ি পোষ্টে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা ২৪ বোতল স্কাফ সিরাপ এবং ৪ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দু’জনকে ১৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।