প্রতিবন্ধী শিশুরা তাদের মেধা ও যোগ্যতা দিয়ে আজ বাংলাদেশের সকল উন্নয়নের অংশীদার হয়েছে। আমাদের এ সকল শিশুদের দরকার শুধু সহযোগীতার, একটু সহযোগীতায় এ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা বিকশিত হতে পারে। তাদের মেধা ও বুদ্ধি দিয়ে সকলের সাথে এক হয়ে কাজ করার সুযোগ পাবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এসব কথা বলেন।
শারিরিকভাবে অক্ষম হলেও মানসিকভাবে প্রচন্ড অগ্রগামী শিশুরা সাধারণ মানুষের মত তারা সবকিছুই বুঝতে পারে। শুধু তাদের প্রয়োজন একটু সাহস যোগানো। একটু সহযোগীতা আর সাহস পেলেই তারা বিকশিত হতে সকলের মত। কুমিল্লায় পাচঁটি স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে আয়জন করা হয় ক্রীড়া আনন্দ উৎসব।
শনিবার (৩০ মার্চ) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ষ্টেডিয়ামে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা এবং কুমিল্লা ক্রীড়া অফিস এ উৎসবের আয়োজন করে। বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, বুদ্ধি প্রতিবন্ধী সেবা কেন্দ্র কুমিল্লা, প্রয়াস, পরশ ও অডাসিসহ পাচঁটি বিশেষ চাহিদা সম্পন্ন স্কুলের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এই ক্রীড়া উৎসবে অংশ নেয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে দিনভর বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।
তাদের কেউ খেলেছে বাসকেটে বল নিক্ষেপ, কেউ দৌড় প্রতিযোগিতা, ফুটবল। যেমন খুশি তেমন সাজসহ বেশ কয়েকটি খেলায় অংশগ্রহন করে তাদের সকলেই পুরষ্কার জিতেছে। খেলায় জয়ী হওয়ার খুশিতে ছলছল করছিলো তাদের সুন্দর মায়াভরা মুখগুলো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম- বিপিএম(বার), পিপিএম, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুমিল্লা মহানগরের আহবায়ক ও জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসীন বাহার সূচনা, কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড. এম. মিজানুর রহমান খান ও ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন।