কুমিল্লা আদালতে আইনজীবী সমিতির ৯ তলা ভবনের উপরে উঠতে গিয়ে ৪ তলায় আটকা পড়েছেন ১৫ আইনজীবী। খবর পেয়ে সহপাঠিরা টেকনেশিয়ান ডেকে ২০ মিনিট পর তাদের উদ্ধার করা হয়। সোমবার (৮ এপ্রিল) বিকেল সোয়া ৩ টার সময় এ দুর্ঘটনা ঘটে।
লিফটের ভেতরে আইনজীবীরা হলেন মাহবুবুর রহমান, খন্দকার মিজানুর রহমান, জামাল হোসেন, সোহরাব হোসেন ভূইয়াসহ ১৫ জন আটকা পড়েন।
এ বিষয়ে আইনজীবী সোহরাব হোসেন ভূইয়া নতুন কুমিল্লাকে জানান, উপরে উঠার সময় লিফট ৪ তলায় আটকে যায়। পরে প্রায় ২০ মিনিট পর ভবনের নিজস্ব টেকনেশিয়ান রফিক বিশেষ কৌশলে সবাইকে ৫ তলা দিয়ে উদ্ধার করে। এ সময় লিফটে আটকে পাড়া আইনজীবীরা ভীত সন্ত্রস্থ হয়ে পড়েন।