কুমিল্লা
শনিবার,২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের অভিষেক অনুষ্ঠানে নতুন কুমিল্লার সম্পাদক রাসেল

অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের অভিষেক অনুষ্ঠান বক্তব্য রাখছেন নতুন কুমিল্লার প্রধান সম্পাদক চৌদ্দগ্রামের কৃতি সন্তান মোঃ রাসেল আহম্মেদ।

প্যারিসে ইউরোপে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সর্ব বৃহৎ ঐক্যবদ্ধ সংগঠন ‘অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব’র অভিষেক অনুষ্ঠান এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ এপ্রিল) মপোর্ট দো পন্থার স্থানীয় এক হল রুমে এই অভিষেক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতি সন্তান, কুমিল্লার পাঠাক প্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘নতুন কুমিল্লা.কম এর প্রধান সম্পাদক এবং অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মোঃ রাসেল আহম্মেদ।

ফিতাকেটে অনুষ্ঠান উদ্ভোধন করেন আয়েবা’র মহা সচিব কাজী এনায়েত উল্লাহ। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত, গীতা পাঠ, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী শহীদদের স্বরনে এবং ঢাকায় বনানীতে অগ্নীকান্ডে নিহতদের স্বরণ করে এক মিনিট নিবরবতা পালন করা হয়।

পরে সম্মিলিত কন্ঠ জাতীয় সংগীত পরিবেশন এবং আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন ফ্রান্স বাংলা স্কুলের শিক্ষার্থীরা।

সংগঠনের সভাপতি ফয়সাল আহাম্মেদ দ্বীপের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক জমির হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন, বিশেষ অতিথি ছিলেন আয়েবা’র মহাসচিব কাজী এনায়েত উল্লাহ। তুলুজ বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন এর সভাপতি ফখরুল আকম সেলিম, লিসবন সান্তা মারিয়া মাইওর এর কাউন্সিলর রানা তাসলিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পর্তুগাল মাল্টিকালচ্যারাল একাডেমির সভাপতি মোঃ সম্রাট, বার্সেলোনা বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন এর সভাপতি মাহারুল ইসলাম মিন্টু, মুক্তিযোদ্ধা জমিরুল ইসলাম মিয়া, নেক মানি এক্সচেঞ্জ এর সিইও হাজী ইকরাম ফরাজী, অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের প্রধান উপদেষ্ঠা শরীফ আল মমিন, ফ্রান্স বাংলা বিজনেস ফেডারেশনের সভাপতি সাত্তার আলী সুমন, এম এই বি টিভির চেয়ারম্যান তাপস বড়ুয়া রিপন, ডঃ জিন্নুরাইন জাইগিরদার, সুলতান হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিরন নাজমুল, সহ সভাপতি মাহবুব সুয়েদ, আখি সীমা কাউছার, মোঃ ফারুক আহাম্মেদ মোল্লা, যুগ্ম সম্পাদক জামিল আহমেদ সাহেদ, কবির আল মাহমদু, সাংগঠনিক সম্পাদক রনি মোহাম্মদ, প্রচার সম্পাদক মোঃ রাসেল আহম্মেদ, আন্তর্জাতিক সম্পাদক জাহিদ কায়সার, কার্য্যকরী সদস্য এডভোকেট আনিচ্ছুজামান।

এসময় সংগঠনের সকল সদস্যদের পরিচিতি ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়। দীর্ঘ তিন বছর ধরে ইউরোপে এই সংগঠনটি বাংলাদেশী কমিউনিটি ও সাংবাদিকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রদূতসহ অতিথিরা সংগঠনের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের কার্য্যক্রমকে আরো গতিশীল করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখতে অনুরোধ জানান।

ইউরোপের বিভিন্ন দেশে কমিউনিটিতে অসামান্য অবদানের জন্যে সংগঠনের পক্ষ থেকে ১০ বিশিষ্টজন ও গুনী ব্যাক্তিকে বিশেষ সম্মাননা স্বারক প্রদান করা হয়। দ্বিতীয় পর্বে প্যারিস ও ইউরোপের বিভিন্ন শহর থেকে আগত শিল্পিদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন