কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের নেতৃত্বের পালাবদল হয়েছে। ৩৮ তম সিনিয়র রোভারমেট হিসেবে রোভার মেট রাসেল সরকার ও ১০ম গার্ল-ইন সিনিয়র রোভার মেট হিসেবে তানজিলা জাহান সৌরভীকে মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে ক্রু-মিটিং এ সকল কাউন্সিলর, রোভার স্কাউট লিডার ও সহকারি রোভার স্কাউট লিডারদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নতুনরা দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোভার স্কাউট লিডার প্রফেসর কাজী মো. মুজিবুর রহমান ও সহকারী রোভার স্কাউট লিডার গোলাম জিলানী ও বিদায়ী সিনিয়র রোভার মেট জাবেদ হোসাইন ও বিদায়ী রোভার মেট নূর হোসাইন বাপ্পী, বিদায়ী গার্ল ইন রোভার মেট সখিনা বেগমসহ রোভার স্কাউটের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ।
পালাবদল শেষে তাৎক্ষনিক ভাবে নতুন সিনিয়র রোভার মেট রাসেল সরকারকে ফুলদিয়ে অভিনন্দন জানান রোভার স্কাউট লিডার প্রফেসর কাজী মো. মুজিবুর রহমান, সহকারী রোভার স্কাউট লিডার গোলাম জিলানী, সদ্য বিদায়ী রোভার মেট নূর হোসাইন ও বিদায়ী রোভার মেট নূর হোসাইন বাপ্পীসহ রোভার স্কাউট লিডারা।
মো: রাসেল সরকার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ অর্থনীতি বিভাগের মাষ্টার্সের ছাত্র। রোভার স্কাউটের সাথে নিজেকে এক করে রেখেছে সেই ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত।
তার ইচ্ছা রোভারিং কার্যক্রমকে আরো গতিশীল করে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউট গ্রুপকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়া এবং পাশাপাশি কুমিল্লা জেলা রোভারের যেকোন প্রয়োজনে নিজের সর্বোচ্চ দেওয়া।