কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয় পরিদর্শন করলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
শনিবার (২০ এপ্রিল) দুপুরে কুমিল্লা রামঘাট এলাকায় মহানগর আওয়ামীলীগের নির্মানাধীন বহুতল ভবন পরিদর্শন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক ও মহিলা লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ । পরে সেখানে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা । এ সময় কুমিল্লা সদর আসনের সাংসদ ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ.ক.ম বাহাউদ্দিন বাহারের জৈষ্ঠ্য কন্যা আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ড কুমিল্লা মহানগরের আহবায়ক ও স্বেচ্ছাসবী সংগঠন জাগ্রত মানবিকতার সম্পাদক তাহসিন বাহার সূচনা। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বহুতল ভবনটি ঘুরে দেখেন। নির্মানাধীন মহানগর আওয়ামীলীগের বহুতল ভবন দেখে উচ্ছ¡াস প্রকাশ করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক ও অন্নান্য নেতৃবৃন্দ জানান, মহিলা আওয়ামীলীগকে কুমিল্লায় শক্তিশালী করতে একটি সুন্দর সমন্বিত কমিটি করা হবে। এতে ত্যাগী কর্মীরাই কমিটিতে থাকবে।