আজ বৃহস্পতিবার থেকে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু হয়েছে প্রিমিয়ার ডিভিশন সিপিএল টি-২০ ক্রিকেট লীগ ২০১৯ এর চুড়ান্ত পর্ব। লীগের চুড়ান্ত পর্বে ২ গ্রুপে ৮টি দল অংশ নিচ্ছে। প্রথম দিনে আবাহনী ক্রীড়া চক্রের সাথে খেলবে হিডেন হিরোজ ক্লাব। প্রতিদিন ২টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে লীগের উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবুল ফজল মীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, কুমিল্লা জেলা ক্রিকেট উপ-পরিষদের উপদেষ্টা ও কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, কুমিল্লা জেলা ক্রিকেট উপ-পরিষদের সভাপতি সাইফুল আলম রনি, সদস্য সচিব নামি ইউসুফ রেইন।