কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো: আমিনুল ইসলাম টুটুল বলেছেন, শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন করলেই চলবে না, জ্ঞান অর্জন করতে হবে। শিক্ষার্থীদের সততা ও মূল্যবোধের শিক্ষা দিতে হবে। শিশুরা বড়দের কাছ থেকে মূল্যবোধ ও সততার বিষয়টি শেখে। আমাদেরকে সততা ও মূল্যবোধের চর্চা করতে হবে। সামাজিক অবক্ষয় রোধে মানসিকতার উন্নয়ন ঘটাতে হবে।
শনিবার (২৭ এপ্রিল) সকালে আদর্শ সদর উপজেলা ১নং কালির বাজার ইউনিয়নের সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট টুটুল এসব কথা বলেন।
উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য প্রবীন আওয়ামী লীগ নেতা ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান এড. হোসেয়রা বকুল, কালিরবাজার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো.সেকান্দর আলী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু নারায়ন চন্দ্র চক্রবত্তী, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দলিল লেখক হাজী মো. জসিম উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা ও তরুণ ব্যবসায়ী ফরহাদ হোসেন প্রমুখ।