কুমিল্লা
রবিবার,৩ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৮ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লায় স্ত্রীর লাশ দাফন করতে গিয়ে পালালেন স্বামীসহ স্বজনরা!

ফাইল ছবি

কুমিল্লায় স্ত্রী লিজা আক্তারের (২৫) লাশ দাফনের প্রস্তুতির সময় পুলিশ আসার কথা শুনে স্বামী রাজিবসহ (৩৮) স্বজনরা পালিয়ে গেছেন। জেলার বরুড়া উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। রাজিবের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠায় তিনি পাওয়া গেছেন বলে জানা গেছে।

পরে পুলিশ লিজার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে শনিবার (২৭ এপ্রিল) বিকালে নিহতের মরদেহ বরুড়ার জীবনপুর গ্রামে দাফন করা হয়েছে।

লিজার বোনের স্বামী শাহরিয়ার আহমেদ মাসুম নতুন কুমিল্লাকে জানান, বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামের রশিদ মাস্টারের ছেলে রাজিবের (৩৮) সঙ্গে নয় বছর আগে একই উপজেলার জীবনপুর গ্রামের প্রবাসী দিদার আলীর ছোট মেয়ে লিজা আক্তারের বিয়ে হয়। তাদের আট বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।

ইতোপূর্বে লিজার স্বামী ঢাকায় ব্যবসার জন্য শ্বশুরের কাছ থেকে ২৩ লাখ টাকা নিয়েছে। টাকা ফেরত চাওয়ার কারণে এবং পরকীয়ায় বাধা দেওয়ায় তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতো রাজীব।’

শাহরিয়ার আহমেদ মাসুম আরও বলেন, ঢাকার ক্যান্টনমেন্ট কচুক্ষেত এলাকায় স্বামী রাজিবের ভাড়া বাসায় শুক্রবার সন্ধ্যায় রাজিবের পরকীয়ার বিষয়ে স্ত্রী লিজার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাজিব লিজার মাথাকে দেওয়ালের সঙ্গে আঘাত করলে সে মারা যায়। ঘটনা আড়াল করে লিজার ভাসুর নাসির উদ্দিন তার বাবার বাড়িতে ফোন করে জানায়, “লিজা স্ট্রোকে মারা গেছে।

আমরা রাতেই লাশ দাফন করে ফেলবো।” সংবাদটি শুনে লিজার বড় বোন লিপি আক্তারের সন্দেহ হলে তিনি বরুড়া থানা পুলিশকে খবর দেন। বরুড়ার জোড় পুকুরিয়া গ্রামে শুক্রবার রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই লিজার স্বামী রাজিব, ভাসুর নাসিরসহ অন্যরা পালিয়ে যায়। এ সময় পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। লিজার হাতে,ঘাড়ে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।’

এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ নতুন কুমিল্লাকে বলেন, ‘নিহতের সন্তান তাসফিয়ার বর্ণনা অনুযায়ী তার মাকে তার বাবা মারধর করেছে, পরে তিনি মারা যান। বরুড়ায় স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

আরও পড়ুন