কুমিল্লা
শনিবার,২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
১৭ অগ্রহায়ণ, ১৪৩০ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৫
শিরোনাম:
অভি’কে সিইও হিসেবে অনুমোদন দিলো আইডিআরএ কুমিল্লায় ৭১১ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন ইসলামী ব্যাংকের ফাস্ট এ্যসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নাজমুলের পদোন্নতি লাভ ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ’ অ্যাওয়ার্ড পেলেন তাহসিন বাহার কুমিল্লার সাবেক জেলা প্রশাসক নূর উর নবী চৌধুরীর ইন্তেকাল কাউন্সিলর প্রার্থী কিবরিয়ার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ লাকসামে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপে পৌরসভা দল বিজয়ী কুসিক নির্বাচন: এক মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার কুসিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী ইমরান স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে কুমিল্লায় ঢাকা আহছানিয়া মিশনের মেলার আয়োজন

কুমিল্লা সীমান্তে ইয়াবা-ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লায় ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিলসহ দুই মাদক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। জেলার সীমান্তবর্তী চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট ও চার বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

আটকরা হলেন চৌদ্দগ্রাম উপজেলার জগ মোহনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ জাবেদ হোসেন (২৭) ও সদর দক্ষিণ উপজেলার দলকিয়া গ্রামের মৃত হাজী আকরাম আলীর ছেলে মোঃ মনজিল হোসেন (২৮)।

কুমিল্লা-১০ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক আব্দুল্লাহ আল ফারুকী রবিবার (২৮ এপ্রিল) বিকেলে নতুন কুমিল্লা ডটকমকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদে ভিত্তিতে খবর পেয়ে সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা সাহেবের টিলা এলাকায় অভিযান চালিয়ে ৬পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জাবেদ হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে সদর দক্ষিণ উপজেলাধীন একবালিয়া পোষ্টের দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০৮৭/১০-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দলকিয়া এলাকায় আরও একটি অভিযানে হতে ভারতীয় ৫১ টি ইয়াবা ট্যাবলেট এবং ৪ বোতল ফেন্সিডিলসহ মোঃ মনজিল হোসেনকে আটক করা হয়।

আটক মোঃ মনজিল হোসেন সদর দক্ষিণ উপজেলার দলকিয়া গ্রামের মৃত হাজী আকরাম আলীর ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় মামলা দায়ের শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন