কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রফেসর হাবিব আহসান উল্লাহ এর সভাপতিত্বে সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় কলেজ অডিটরিয়ামে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন উপ্যাধক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর বিজয় কৃষ্ণ রায়।
শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ ওয়ায়েছ আল কারনী মুন্সীর উপস্থাপনায় অনুষ্ঠানে আরও অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান সহ সকল শিক্ষক, শিক্ষার্থী এবং ছাত্রলীগ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্বে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন কলেজ অধ্যক্ষ রতন কুমার সাহা সহ অন্যান্য অতিথিরা।
দেশ ও জাতির কল্যাণ কামনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন কলেজের ডিগ্রি শাখার মসজিদ পেশ ইমাম।